Your Cart
:
Qty:
Qty:
শখের বাগান

শখ করে এক বাগান করেছিলাম। কিন্তু বোকার মত ভেবেছি বাগানে পানি দেওয়া ছাড়া আমার কি ই বা দায়িত্ব আছে? বাগান তার নিজের গতিতেই বেড়ে উঠবে। কদিন পর দেখা গেল বাগানটা আগাছায় ভরে গেছে। আগাছা গুলো এতই শক্তিশালী যে বাগানে প্রাণ আছে ঠিকই কিন্তু ফুল নেই। গাছগুলো হারিয়েছে তার সজীবতা ও সৌন্দর্য।
কি ভাবছেন এটা নিতান্তই একটা বাগানের কাহিনী? না এটা দুজন মানুষের জীবনের কাহিনী,যারা সুন্দর স্বপ্ন নিয়ে একটি নতুন জীবনের বন্ধনে আবদ্ধ হয়েছিল। শুরু করেছিল নতুন পথচলা। কিন্তু বিভিন্ন দায়িত্ব ও কর্তব্যের চাপে অবহেলিত হয়েছে তাদের সম্পর্ক। সৃষ্টি হয়েছে বিভিন্ন আগাছার। তৈরি হয়েছে ভুল-বোঝাবুঝি, দূরত্ব, একে অন্যের প্রতি অভিযোগ।
যার মাঝে সম্পর্কটা টিকে আছে ঠিকই কিন্তু হারিয়েছে তার সৌন্দর্য এবং সজবতা। তাই চলুন সময় থাকতে আমরা আমাদের পবিত্র সম্পর্কের যত্ন নিই,এত ব্যস্ততার মাঝেও দিনের কিছু সময় সঙ্গীকে দেই, দুজন দুজনের প্রশংসা করি।
দোষারোপ না করে, অভিযোগ গুলো মন দিয়ে শুনি।খুঁজে নেই দুজন দুজনের মধ্যে আস্থার শান্তি ভালোবাসা।
কিইবা ক্ষতি হবে যদি দিনের শেষে দুজন দুজনের মনের কথা শুনি। কিই বা ক্ষতি হবে যদি দুজনে একটু সময় কাটাই।সজীব হয়ে বেঁচে থাকুক ভালোবাসা । ফুলে ফুলে ভরে যাক পবিত্র বাগান
Happy life
Jannat Muniya