Your Cart
:
Qty:
Qty:
Tk
(Tk )
Tk
Remove
Remove
যেভাবে বাচ্চাদের শৃঙ্খলা শেখাবেন

১.বাচ্চাকে মিথ্যে ভয় দেখাবেন না. যেমন বাচ্চা কোন অন্যায় করলে তোমাকে এটা করলে পুলিশের কাছে দিয়ে দিব, অথবা বাসা থেকে বের করে দিব, এ ধরনের মিথ্যে ভয় দেখাবেন না. অর্থাৎ যেটা আপনি করতে পারবেন না সেইটা বলবেন না. এতে যখন বাচ্চা বুঝে যাবে যে আপনি যেটা বলছেন সেটা করছেন না সে আপনাকে ভয় পাবে না।
২.যা একবার" না" বলেছেন তা কোন কিছুর বিনিময়ই "হ্যাঁ" বলবেন না.
৩.বাচ্চা কোন অন্যায় আচরণ করলে, পরিবার থেকে প্রাপ্ত কোন বিশেষ সুবিধা বন্ধ করে দিন কিছু সময়ের জন্য যতক্ষণ না সে সরি হবে।
আপনি বাচ্চাকে আদর করবেন, সাথে তাকে এটাও বুঝিয়ে দিন অন্যায়ের সময় আপনি কঠিন
Happy parenting