Your Cart
:
Qty:
Qty:
Tk
(Tk )
Tk
Remove
Remove
মা দিবসের সারপ্রাইজ

হঠাৎ ই সকাল থেকে আমার, আমার রুমে যাওয়া বারণ। বড় কন্যা ঘোষণা দিল, "মা ছাড়া সবাই ঘরে ঢুকতে পারবে "।বেশ কিছু সময় পর আমার ঘরে ঢোকার অনুমতি এল। এই ছোট্ট বাচ্চা একা একা বেলুন ফুলিয়েছে, কার্ড বানিয়েছে। অগোছালো সেলফটা গুছিয়েছে, আমাকে সারপ্রাইজড করার জন্য। আমি অনেক খুশি হয়েছি কিন্তু অবাক হইনি। কারণ আমি জানতাম এমন কিছুই ঘটবে। এই সুন্দর গুনটা ও পেয়েছে ওর বাবার কাছ থেকে। ছোট ছোট মুহূর্তগুলোকে বিশেষ করে তুলতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ
আমার মাতৃত্বের পরিপূর্ণতা
Happy Mother's Day