Your Cart

Your cart is empty

Go find your favorite products and add them to the cart.

Continue Shopping

Sub Total

Tk


Proceed to Checkout

বাচ্চাদের হাতের লেখা শেখার বিভিন্ন ধাপ

বাচ্চাদের হাতের লেখা শেখার বিভিন্ন ধাপ

বাচ্চাদের গ্রুপগুলোতে চোখ রাখলে প্রায়ই দেখা যায় মায়েরা বাচ্চাদের লেখা শেখা নিয়ে অনেক হতাশায় ভোগে। দেখা যায়, কেউ একজন পোস্ট করল তার বাচ্চার বয়স চার বছর কিন্তু সব লেখা শিখে গিয়েছে,কমেন্ট বক্স চেক করলে দেখা যায় হাজার হাজার অভিযোগ যেমন : আমার বাচ্চার বয়স ৫ বছর এখনো কলম ধরতে পারে না, লিখতে বসাতে পারিনা, একটা অক্ষরও ঠিকমতো শেখাতে পারিনা ইত্যাদি ইত্যাদি।সবার প্রথমে আমাদের বুঝতে হবে প্রতিটি বাচ্চা আলাদা তাদের ডেভেলপমেন্ট আলাদা। তাই অন্য বাচ্চার সাথে তুলনা করা মোটেই ঠিক না। আসলে বাচ্চাদের হাতের গঠন পরিপূর্ণ হতে ৭ বছরের মত সময় লাগে। এই সময়ের মধ্যে লেখা শিখতে বাচ্চারা কয়েকটি ধাপ অনুসরণ করে।

চলন জেনে নেই বিভিন্ন বয়স অনুসারে বাচ্চার লেখার ধাপসমূহ :

১.Scribbling (আঁকিবুকি) ( ১২-১৮)মাসের বাচ্চারা এ সময় রঙিন পেন্সিল বা ক্রেয়ন ধরে এলোমেলো দাগ টানে।

২.নিয়ন্ত্রিত আঁকিবুকি- (১৮-২৪মাস)এ সময় আপনি বাচ্চাদেরকে কোন নির্দিষ্ট সীমাবদ্ধ সেইপের মধ্যে আঁকতে দিতে পারেন .

৩.ডট টু ডট (২-২.৫ বছর) এই বয়সে বাচ্চারা বিন্দু মিলিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করতে চেষ্টা করে.

৪.লাইন আঁকা (৩-৪ বছর) বাচ্চারা বিভিন্ন লাইন যেমন সরল আনুভূমিক লাইন এবং বৃত্ত বা বাঁকানো দাগ আঁকতে পারে যা অক্ষর ও সংখ্যা লেখার প্রস্তুতি।

৫.( ৪-৪.৫) বছরের বাচ্চারা জিগজ্যাক এবং ঢেউয়ের মত প্যাটার্ন তৈরি করতে দিতে পারেন।

৬.অক্ষর লিখা (৪.৫-৫)এই সময় থেকে বাচ্চারা আস্তে আস্তে অক্ষর লেখার চর্চা করা শুরু করবে।

প্রথম প্রথম হয়তো লেখা ভালো হবে না, অক্ষর শিখতে সময় লাগবে। কিন্তু হাতের গঠনের পূর্ণতা পাওয়ার সাথে সাথে বাচ্চারা খুব দ্রুত লেখা শিখে যাবে ইনশাল্লাহ।

Happy Parenting

Jannat Muniya

Khelapora -খেলাপড়া