Your Cart
:
Qty:
Qty:
Tk
(Tk )
Tk
Remove
Remove
পাঁচটি প্যারেন্টিং বিষয়ক উপদেশ

পাঁচটি প্যারেন্টিং বিষয়ক উপদেশ
১. নির্ধারিত সময়সূচি মেনে চলুন। খাবারের সময়, ঘুমের সময় এবং খেলার সময় এর জন্য একটি নির্দিষ্ট সময় অনুসরণ করা শিশুকে নিয়মানুবর্তিতা শেখায়।
২. শিশুকে নিজে নিজে কাজ (যেমন বই গোছানো) করতে দিন, । এটি তাদের স্বাধীনতা ও সাহস বাড়ায়।
৩. দুটি অপশন থেকে একটি বেছে নিতে দিন যাতে শিশুরা নিজের মতামত দিতে পারে। উদাহরণস্বরূপ, লাল জামা পরবে না নীল জামা? এতে তারা সম্মানিত অনুভব করে।
৪. ভাল কাজের জন্য প্রশংসা করুন। প্রশংসা শাসনের চেয়ে ভাল ফলাফল দেয়।
৫. শিশুর শৈশব কে আনন্দময় করতে তাকে সময় দিন। এটা তার জন্য আপনার দেয়া সবচেয়ে ভাল উপহার।
(উপদেশ গুলো ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন যাতে অন্য মা বাবারা উপকৃত হয়। এমন আরো টিপস পেতে পেইজ টিকে লাইক করুন।)