Your Cart
:
Qty:
Qty:
খেলনা লেজার লাইট আপনার বাচ্চাকে অন্ধ করে দিতে পারে

১৩ বছর বয়সী তোহা কে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালে আনা হয় যখন সে এক চোখে সবকিছু লাল দেখছিল। তার চোখে অন্য এক বাচ্চা খেলাচ্ছলে লাইট মেরেছিল। ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, — তার চোখের রক্তনালীতে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণের কারণে সে লাল দেখছিল। খেলনা লেজার লাইট এর কারনে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছিল (ভিডিও লিঙ্ক প্রথম কমেন্টে দেয়া থাকবে)
আজকাল বাজারে অনেক রকম লেজার লাইট খেলনা পাওয়া যাচ্ছে, যা সহজেই শিশুদের মন কেড়ে নেয়। কিন্তু জানেন কি, এসব লেজার লাইট শিশুদের চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে?
গবেষণায় দেখা গেছে, কিছু লেজার লাইটের রশ্মি এতটাই শক্তিশালী হয় যে তা চোখের রেটিনার স্থায়ী ক্ষতি করতে পারে।
চোখে লাগলে হতে পারে চোখ জ্বালা, চোখের স্থায়ী ক্ষতি বা অন্ধত্ব।
অনেক ক্ষেত্রে লেজার লাইটের ক্ষতি তাৎক্ষণিক বোঝা যায় না, কিন্তু পরে মারাত্মক প্রভাব ফেলে।
আমাদের করণীয়:
শিশুদের হাতে লেজার লাইট খেলনা না দেওয়া
স্কুল বা আত্মীয়স্বজনদের এ বিষয়ে সচেতন করা
শিশুদের চোখের যত্নে নিয়মিত চেকআপ
আসুন, আমাদের সন্তানদের নিরাপদ রাখি। আকর্ষণীয় হলেও সব খেলনা নিরাপদ নয়। সচেতন হই, সচেতন করি।
এই বার্তাটি বেশি করে শেয়ার করুন যাতে অন্য অভিভাবকরাও সচেতন হতে পারেন।
#সচেতনতা #শিশুর_নিরাপত্তা #লেজারলাইট #শিশুরচোখ #খেলনা_বাছাই #parentingtips #khelapora