Your Cart
:
Qty:
Qty:
বাচ্চাদের গননার ধারনা

ভবিষ্যতের একাডেমিক শিক্ষাতে বাচ্চাকে এগিয়ে রাখতে খুব ছোটবেলা থেকে গণিতের ধারণা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
নিচের কয়েকটি বিষয়ের মাধ্যমে খুব ছোটবেলাতে বাবা-মায়েরা বাচ্চাকে গণিতের ধারণা দিতে পারেন -
১.সবকিছু গণনা করতে দেওয়া। ছোট বয়স থেকেই বাচ্চাদেরকে আশেপাশের সবকিছু গুনে গুনে করার অভ্যাস করার মাধ্যমে বাচ্চাকে আপনি গণনার ধারণা দিতে পারেন।
২.প্যাটার্ন বা আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া।
৩.ছোট বড় সম্পর্কে ধারণা দেওয়া. দুটো জিনিসের মধ্যে কোনটা বড় কোনটা ছোট আপনি জিজ্ঞাসা করতে পারেন.
৪.পরিমান সম্পর্কে ধারণা দেওয়া. কোনটা বেশি কোনটা কম, ভারী হালকা এই সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন।
৫.খেলতে খেলতে আনন্দ নিয়ে মজাদার পদ্ধতি অবলম্বন করে গণনা শেখাতে পারেন.
উপরের এই অ্যাক্টিভিটি গুলো খুবই মজার। ঘরোয়া আমাদের চারপাশের জিনিস থেকেই শেখানো সম্ভব। এছাড়াও এই রিলেটেড খেলনাও দিতে পারেন।
Jannat Muniya
Khelapora -খেলাপড়া