Your Cart
:
Qty:
Qty:
ফুলের টোকা

আমার ১৮ বছরের মেয়েকে এখনো আমাকে খাইয়ে দিতে হয়। মাংস ছাড়া তো আমার ছেলে মেয়ে খেতেই পারে না। রান্না করতে পারে কিনা?? কি যে বলেন!! ওতো এখনো ঠিকমতো চুলাই জ্বালাতে পারে না. আমি আমার সন্তানদের গায়ে ফুলের টোকাও লাগতে দেই না. আমার ২০ বছরের ছেলেকে তো কখনো বাজারেই পাঠাইনি। ডিম হালিতে কিনতে হয় নাকি কেজিতে, সে তাও জানে না।
সমাজের কিছু বাবা-মা তাদের সন্তানদের না পারাটা ঠিক এভাবে গর্বের সাথে প্রচার করেন। কিছু না পারা, না খাওয়া যেন একটি ফ্যাশন ও গর্বের বিষয়।
অথচ আত্মনির্ভরশীলতা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। বর্তমান সময়ে, যে বাচ্চা যত বেশি আত্মনির্ভরশীল সে বাচ্চা ভবিষ্যৎ প্রতিযোগিতায় তত বেশি এগিয়ে। তাই ছোটবেলা থেকেই বয়স অনুযায়ী কিছু কাজ বাচ্চাদের করতে দিন।বাবা মারা বাচ্চাদের সাথে নিয়ে কাজ করার অভ্যাস করতে পারেন, তাদের কাছে সাহায্য চাইতে পারেন। এতে বাচ্চাদের সাথে যেমন বাবা মায়ের ইমোশনাল কানেকশন দৃঢ় হবে তেমনি বাচ্চারা কাজ করার দক্ষতা অর্জন করতে পারবে। একটি বাচ্চা তার পরিবার থেকেই জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা এবং দক্ষতা অর্জন করে থাকে। বাবা-মা রা সন্তানদের মাঝে কাজ ভাগ করে দিতে পারেন, এতে ছোটবেলা থেকেই তারা দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন হবে।
সন্তানদের প্রতি বাবা-মায়ের ভালবাসা অপরিসীম। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের অতিরিক্ত ভালোবাসা সন্তানদের পরিবার ও সমাজের বোঝা করে গড়ছে নাতো???
Jannat Muniya